আজকাল ওয়েবডেস্ক: স্কুল প্রাঙ্গণেই রক্তারক্তি কাণ্ড। ক্রিকেট খেলার মাঝখানে আচমকাই ১৫ বছরের কিশোরের পেটে এলোপাথাড়ি ছুরির কোপ বসাল তারই জুনিয়র। আতঙ্কে চিৎকার করে ওঠেন স্কুলের বাকি পড়ুয়ারাও। ১৩ বছরের পড়ুয়ার কীর্তিতে শোরগোল গোটা এলাকায়। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অহিল্যানগরে। পুলিশ জানিয়েছে, বুধবার স্কুলের মাঠেই ক্রিকেট খেলছিল একদল পড়ুয়া। খেলার মাঝখানে লাঞ্চ ব্রেকে খানিকটা কথা কাটাকাটি হয়েছিল ১৫ বছরের পড়ুয়ার সঙ্গে ১৩ বছরের অভিযুক্ত পড়ুয়ার। এরপরই ব্যাগ থেকে ছুরি বের করে, এলোপাথাড়ি কোপ বসায় ওই পড়ুয়ার পেটে। 

 

রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে স্কুলে পৌঁছয় পুলিশ। অভিযুক্ত ছাত্রকে হেফাজতে নিয়েছে তারা। মৃত পড়ুয়ার পরিবারের অভিযোগ, পুরনো ঝামেলার প্রতিশোধ নিতেই এহেন কাণ্ড ঘটিয়েছে ওই কিশোর। 

 

মৃত পড়ুয়ার বাবা জানিয়েছেন, পাড়ায় ক্রিকেট খেলা নিয়ে ঝামেলা শুরু হয়েছিল। কিশোর দিদিমার বাড়ির সামনের গলিতে ক্রিকেট খেলত। যা ঘিরে প্রতিবাদ করেছিল অভিযুক্ত অষ্টম শ্রেণির ছাত্রের পরিবার। পাড়ায় ক্রিকেট খেলা নিয়ে প্রায়ই ঝামেলা হত। এমনকী পড়ুয়াকেও মারধরের হুমকি দিত। সেই ঝামেলার জেরেই পড়ুয়াকে স্কুলের মধ্যে কুপিয়ে খুন করে অষ্টম শ্রেণির ছাত্র।